মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।
=====================
স্বাধীন দেশের মাটি
সোনার চেয়েখাঁটি।
এদেশেতে ঠাঁই হবে না,
শত্রু সেনার ঘাঁটি।
এদেশেতে ফিরে আসে,
বার বার শঙ্খ চিলের দল।
সুযোগ সন্ধানে বুঝে তারা,
মারে কঠিন ছোবল।
ভালো মন্দ লাভ লোকসান,
বুঝে না তারা কিছু।
নিজের স্বার্থ ছুটছে আজ,
অবিচারের পিছু।
এদেশ আমার এদেশ তোমার
এই দেশটা সবার।
সকল মানুষ ভেদাভেদ ভুলে,
বাঁচার অধিকার এবার।
ত্রিশ লাখ শহীদের রক্তে গাঁথা
বিজয় আসে এ দেশ।
লাল সবুজের পতাকা হাতে,
সোনার বাংলাদেশ।
সুজলা সুফলা শস্য শ্যামলা,
সোনার চেয়ে খাঁটি।
সকল দেশের সেরা এদেশ,
স্বাধীন দেশের মাটি।