কলমেঃ এইস এম রুহুল আমীন
নেতার ভেসে দিচ্ছে ধোকা জনসাধারণের তরে
স্বার্থ হাসিল হলে পরে তুই যে আবার কেরে,
স্বার্থের প্রয়োজনে ভাঙ্গি আমরা অনায়েসে আড়ি,
স্বার্থ ফুরালেই স্বপ্নের ডানায় সুদূরে দেই পাড়ি।
ছলে বলে কৌশলে সে নিচ্ছে আপন করে
নেতার চাওয়া পূর্ণ হলে লাথি যে মোরে মারে
নেতার সুখ্যাতি করতে গিয়ে সত্যে বুলি মিথ্যা
উচ্য আসন পাওয়ার পরে আমায় দেয় ধাপ্পা।
আমার নেতা অনেক ভালা গরিব দুঃখীর কাছে
এই সব তো নাটক ছিল চিয়ার পাবো বলে
নেতায় ভাবে মনে মনে লোকগুলো কি বোবা
এগারো পেরিয়ে পচিশে এসেও তারা রইল বোকা।
কাফের মুশরিক হয়েও কেন মুসলিমের বেশ ধরে
নামাজ কালাম সালাম টুপি সবই যেন পড়ে
সুযোগ খুজে চলছে সে বিভিন্ন পন্থার লাগি
গন্তব্যের শিকড় ধরলে সে আমায় দেবে লাথি।