কলমেঃ মোঃ মাসুদুর রহমান
নেত্র পলকে দেখি চারিদিক
নেমে এলো কি যুগ হে নসিব
অগ্নির বহ্নিজ্বালা হইলো নিমিষে পুলক
রাজ মাঠে আজ তরবারি অজুহাত
তরবারির আঘাতে কারাগার,সইতে হবে বারবার
মুখ ফিরে তাকায় না কেহ আজ সবল-আসবল
যদিও বীর ময়দানে হয় দূর্বল।
দুসপাপির একদল, আমারা আজ হাজার দল
বিশ কোটি বাঙালি হও, এ হস্ত বল
ভাতের হাঁড়িতে নাই ভাত
রাজ্যে নাই গরিবের অধিকার
ছিনিয়া নিয়াছে মুল্লুক ঐ জোর যার
মায়ের বুকের মেয়ের নাই ইজ্জত
হিন্দু নয় মুসলিম, কোন বেশে আজ জানা নেই
বিকেল শেষে ফিরছে কাঙ্গালি, ব্যাগে কিছু নেই
অনাহার মানুষের দাবা কান্নার পাড়ি
কি হবে বাঙালি জব দিবে না হবে আশ্রুবারি?
আজ হও হুঁশিয়ার সাবধান
জাগতে হবে যুগের তরে ধ্বংসের প্রান
এছাড়া নাই কোন জাতির দশা
জাগতে হবে বীর রুখতে হবে ভরসা।