কলমেঃ রওশন রোজী।
তোমার হঠাৎ চলে যাওয়া
বিমুগ্ধ নয়নে চেয়ে দেখা
বিশ্বাস অবিশ্বাসের মায়া জাল কাটিয়ে
স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া।
ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়ায়
স্বপ্নজাল বুনা নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা
মিথ্যা অভিমান কাটিয়ে উত্তরের অপেক্ষায় থাকা।
হয়তো মিলবে না
তবুও পথের সন্ধান করা
পুরাতনকে ঝেড়ে ফেলে নিজেকে নতুন করে গড়া
নতুন ভাবে চেনা।
সময় চলে যায় সময়ের নিয়মে
স্মৃতিরা থেকে যায়
স্মৃতিরা কাঁদায়,হাসায়
শুধু মায়ার বন্ধন টা জালে জড়িয়ে যায়।
হয়তো আসবেনা কখনো কোন দিন
তবুও অপেক্ষায় থাকা
নিদ্রাহীন রাতে আকাশের ওই নক্ষত্রের কাছে প্রশ্ন করা
কেন তোমার চলে যাওয়া?
অন্তনিহিত মনে চোখের জল মুছা।