সহস্র বছর প্রেম রসায়নে ভিজে
হলাম না আমি সিক্ত!
হঠাৎ দেখা জলে ডুবে থাকা, পাথর
হৃদয় করলো মোর রিক্ত!
নিকষ কালো রাতের অব্যক্ত কথা
বলবো তোমায়, শুনবে পাথর?
হৃদয়ে হৃদয় হবে কথা
ছুঁয়ে দেখবো না তোমার গতর!
আঁখির জলে গলাতে চাই
তোমার পাথর হৃদয় খানি,
মুখ তুলে চাও, কেন ফিরে যাও
প্রকৃতির মত, অল্পতেই যা-ও না মানি!
একবার দেখায় কাড়লে হৃদয়
অহংকার করোনা রূপের ভারে,
পাথর যখন জলে পড়ে
ডুবে যায় সে নিজ ভরে!