কলমেঃ সরোয়ার হোসাইন
=================
সুন্দর এই পৃথিবীতে সুন্দর সব কিছু-
তার পরেও কেন আমি নিলাম তোমার পিছু?
কেন এত বাসলে ভালো? কেন জাগালে আলো?
পরেই তোমার কি হলো যে অন্ধকার নেমে এলো।
সত্যি বলতে আমার কথা মনে কি পরে না?
নাকি এখন আমার কথা ভাবতেও চাও না।
কার আকাশে ওড়াও ঘুড়ি? কোথায় বিচরন?
এসব ভেবেই দিবা নিশি কাঁদে আমার মন।
তোমার দেখানো আশায় আমি চেয়েছিলাম বাঁচতে,
সেই আশাতে জল ঢেলে দিয়ে কেন চাও ভুলতে?
ভুল ছিলো কি আমার, তোমায় ভালোবেসে?
তোমার স্মৃতি খুজে ফিরি এখন দেশ বিদেশে।
কত মানুষ নানান বেশে ঘোরে সামনে দিয়ে,
তাদের ভিরে তোমায় খুজি মনে আশা নিয়ে।
চলে যাবে ভালো কথা,
কেন দিলে এ মনে ব্যাথা।
সব শেষে একটাই আশা,
ফিরে পাবো আমার হারানো ভালোবাসা।
ফিরবে তো তুমি বলো?
না হলে তোমায় মুক্তি দিলাম, নিজের মতোই চলো।