কলমেঃ গোলাম সরোয়ার খান।
মানুষ হারিয়ে যায়
প্রেম হারায় না,
অনাদরে অবহেলায়
নিরাশ হয় না।
অন্তরে আছে প্রেম
যতনে রাখা,
আমি দেখি অনুভবে
মমতা মাখা।
হিয়ার কুঞ্জ বনে
স্বপ্ন লুকিয়ে,
বাঁধাহীন দেখে মন
নয়ন মেলিয়ে।
আনমনে বসে বসে
খোঁজ করি তার,
সেও কি তার মতো
খোঁজ করে আমার?
দুই কূলে দুইজনে
একই রোগে ভুগি
নদীটাই মাঝখানে
করে ভাগাভাগি।
আর নয় ভাবাভাবি
যাব কাছাকাছি,
স্বপ্ন যে দেখেই যাব
থেকে পাশাপাশি।
রচনা কাল:
০৭-১১-২০২৪।
স্থান সিরাজগঞ্জ।