কলমেঃ ফয়েজ আহমদ
==============
কোনো এক গোধূলি বিকেলে। রক্তিম সূর্যটি যখন পশ্চিমাকাশের অস্তাচলে ডুবুডুবু ভাব।ঠিক ঐ সময়টিতে— নদীর ঐ প্রান্তে বসে।
যেভাবে নদী— তার উত্তাল ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে তোমাকে জানিয়ে দেয়, তার সব দুঃখ, কষ্ট।
ঠিক আমিও তার মতো— হৃদয়ে যতো কথা, যতো বেদনা! সব তোমার সমীপে তুলে ধরবো।
আমি জানি। আমার রিপুর কোণে লুকিয়ে থাকা দুঃখ, কষ্ট, বেদনা! সব-ই তুমি জানো।
তবুও— আমি তোমার সঙ্গে আজ মন খোলে কথা বলবো।
আমি আর চাই না— তোমার ভালবাসা থেকে দূরে থাকতে!
বোধহয়— আমি ভালবাসার মূল্যটুকু এতদিন বুঝে উঠতে পারেনি।
তুমি যেভাবে— শত অপরাধের পরেও, আমায় ভালবেসে আগলে রাখো, মায়ার চাদর দ্বারা আবৃত রাখো, তা কখনও ভুলে থাকার নয়!
আমি আর— তোমার রহমতের ছায়া থেকে বঞ্চিত হতে এবং নিরাপত্তার শুভ্র চাদর হতে দূরে থাকতে চাই না।
আমি শুধু চাই— তুমি আমার ভুল সব ক্ষমা করে, তোমার করে নিবে!
আমার বিশ্বাস— তুমি আমায় আপন করে নিবে।