কবিঃ এস টি আবদুল্লাহ আল মামুন
ঋতুচক্রের পরিক্রমায় বঙ্গঋতুনাট্যে
শরতের পরে শূন্যতা, রিক্ততা ও বিষন্ন প্রকৃতির মেদুরতাহীনতায়,
ওগো, হেমন্ত যদি তুমি আসতে …
উদাস এ মন শস্যহীন রিক্ত মাঠে তাকিয়ে
ওগো হেমন্ত, তুমি আস ধানের ডগা কাপিয়ে সুগন্ধ ভাসিয়ে।
আস তুমি আসন্ন শীত ঋতুর আগমনী বার্তা নিয়ে,
দিনান্তে তৃণলতার নিটোল শিশির ছড়িয়ে …
মৃদু বাতাস বয়ে যাক, ওগো হেমন্ত
মৌ’দের প্রত্যাশায় হয়ে উঠি আবার জীবন্ত …
তৃণসম ভালবাসা চিরন্তন …
ভালবেসে হৃদয়ে অংকন করি বসন্ত …
হেমন্ত, তোমার আগমনে ভালবাসা হবে অফুরন্ত