কলমেঃ আবুল কালাম তালুকদার
====================
দিগন্তে উপচে পড়েছে সবুজ
দৃশ্যমান সুখের শ্লোকে মুখরিত চারপাশ
শানিত ভালোলাগায় ভালোবাসার মহাসমুদ্র
মেঘের আদিখ্যেতা নেই বলে দিনের নরোম পালকে এসেছে অভিনব সুখ।
কাঁচাপাকা আমনের ঘ্রাণে ভরেছে মন
পুষ্প বাগানে এসেছে নতুন কলি
তোমার সুরমা কাজল চোখে এসেছে অবারিত স্বপ্ন
দুরন্তপনা এসেছে অলস শৈশব
নান্দনিক কুয়াশায় ভিজেছে
পথের শরীর
কাদাজল ফেরিয়ে হাটছি শুকনো পৃথীবির পথে
পাখির অবাক বিচরণে শুকনো নদীর সময়ে উর্বর আনন্দ
কতোদিন পর আমার কামুক স্বপ্ন গুলো হেমন্তের বাতাসে মেলেছে সুখের ডানা।