কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
হেমন্তের ভোর বেলাতে,
শিশির ঝরে দুর্বা ঘাসে।
সূর্য উঠে পূর্ব আকাশে,
রোদের ঝিলিক মুক্তা হাসে।
ফুল বাগিচায় ফুলেরা ফুটে,
মৌমাছিরা জেগে উঠে।
প্রজাপতিরা বেজায় খুশি,
ফুলের উপর মধু চুষে।
কৃষক চলে ক্ষেতের কাজে
মনের সুখে ফসল বুনে।
হেমন্তের ভোর বেলাতে,
চড়ুই ডাকে ঘরের কোণে।
হেমন্তের ভোর বেলাতে,
মা বসেন পিঠা বানাতে।
হেমন্তের ভোর বেলাতে
মিষ্টি রোদে মাদুর পেতে।
ছোলে বুড়ো খোকা খুকু,
হেমন্তের পাই স্বাদ টুকু।
হেমন্তের ভোর বেলাতে,
দাদা দাদীরা গল্পে মাতে।