কলমেঃ সাহেলা সার্মিন
==============
হেমন্তের ভোরে শিশির সিক্ত গোলাপ কলি
নিয়ে এসেছে একরাশ স্নিগ্ধতার ডালি।
তিড়িং বিরিং নাচছে প্রজাপতি
দোয়েলের এ কোন মতিগতি!
নরম রোদের মিষ্টি আলাপনে
মনোমন্দির ও আরামে আনমনে!
বহু দিনের দ্বগ্ধ তাপিত প্রাণ
একটু শীতল হোক নিবিড় ঐকতান।
কৃষকের বুকে গভীর আশ্বাস
নতুন ধানে বেড়েছে বধূর বিশ্বাস।
সারা বছরের অন্নের নেই চিন্তা
এখন ধুমধাম হবে মিঠাই মণ্ডা।
নতুন চালের পিঠার মৌ মৌ কলরব
খেজুরের রস এখনো পড়ছে টপটপ।
পাখির চঞ্চু ভিজছে রসে
পায়েস খাচ্ছে সব দাওয়ায় বসে।
জানালায় মিষ্টি রোদ খেলছে
খুকু বসে ধুমসে পড়ছে।
হেমন্তের এই সোনালি ঐতিহ্য থেকে
আজ কিছুটা হয়েছে ফিকে।
খেজুরের রস নেই আর আগের মতো
বাজারের সব গুড় দেখতে খেজুরের মতো।
ভেজালে সয়লাব বাজারের গুড়
তবুও ভালো লাগে হেমন্তের সুর।