মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।
হেমন্তের পাকা ধানের,
সোনায় ভরা ক্ষেতে।
চারিদিকে সোনার মতো,
দুলছে হাওয়ায় মেতে।
কৃষক হাসি মুখে কাস্তে হাতে,
মনের সুখে যায় চলে মাঠে।
ধান কাটা আর আঁটি বাঁধে,
লয় তুলে তাঁর ঘাড়ে।
কৃষাণী ভাতের পোটলা আর,
হাতে পানির জগটা নিয়ে।
মেঠা আল পথে হেটে চলে,
কৃষকের দুপুরের খাবার তরে।
কৃষক কৃষাণী হেমন্তকালে,
সারা দিনমান ধরে।
নানা কাজে নানান রকম,
ব্যস্ত হয়ে পড়ে।