কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
এ বিশ্বে পাঠালে যেথা সেথা ই উত্তম
তুমি মহা প্রভু, আমি দাস, এক নরাধম !
শিক্ষা-দীক্ষা অভিজ্ঞতা যা তুমি দিলে
দেশ-বিদেশে যত জায়গা, দেখতে অধম পেলে!
আনন্দ-ফুর্তি সুখ-দুঃখে চালালে জীবন খেলা
খুশি-অখুশি দুঃখ-কষ্টে বহে গেলো বেলা !
এ ক্ষোণি মাঝে যত সৃষ্টি তব প্রাণীকুল বৃক্ষরাজি
হেরিনু এদুটো চোখে, তোমার সৃষ্টির কারসাজি !
আর-ও কত সৃষ্টি তব গ্রহ-নক্ষত্র গ্যালাক্সি পরিবার
হয়নি দেখা, কি সাধ্য দেখি, আছে কি দেখার অধিকার?
তব সৃষ্টির এ অখিলে, বিলিয়ন বিলিয়ন পিপীলিকার একটা পিপীলিকা সম এ ধরিত্রী
আমি অধম মানব নির্বোধ অতি, না বুঝে সেজে গেছি ধরার হর্তাকর্তা, ভুলে দু’দিনের যাত্রী!
যাহা দেখেছি দু’চোখে আর হয়নি যাহা দেখা
যাহা কিছু জ্ঞানবিজ্ঞান জেনেছি আর হয়নি যাহা শেখা,
মেদিনীর পরে দুর্লঙ্ঘ ক্ষুদ্রাতিক্ষুদ্র সৃষ্টির আতিপাতি
হলো না দেখা শেষ, আর-একবার ফিরতে দিতে যদি?
যা দেখিলাম ধরা মাঝে ভালো-মন্দ মিলে
কত নদী নালা দ্রুম রাজি খালবিল, দৃষ্টি গেলো ঝিলে!
পেয়েছি অনেক কিছু, নাচাইতে দিলে যত যাহা
তুচ্ছ বলে অবহেলে অন্ধ জনের মত ফেলিনি কভু তাহা!