কলমেঃ মোহাম্মাদ নাঈম কাকন
এ-দেশের জন্য যারা অকাতরে
দিয়েছে আত্মপ্রাণ বিসর্জন…
আমরা তোমাদের কাছে চিরো ঋনী,
তোমরা চিরো সবুজ মুক্তিযোদ্ধা
থাকবে এ-অন্তরে চিরোদিনি।
আমরা তোমাদের ভুলবোনা
কোন বিদ্রোহী প্রতিবাদ তুলবোনা।
তোমাদের করবো যুগ যুগ স্মরণ,
মৃত্যু তোমাদের কাছে চিরো পরাজয়
জানি নাই তোমাদের কোন মরণ?
তোমরা কোন ফেলনা নও,
নও আমাদের আত্মার মণিকোঠায় পর
তোমরা চিরো নওজোয়ান থাকবে অমর!
ইতিহাসের পাতায় হয়ে চিরো চেনা
তোমরা বীর বাঙ্গালী শহীদ সেনা ।
চলবো তোমাদের আদর্শের পথ
বিনয়ের চিত্তে আমরা করি শপথ।
শেখাবো তোমাদেরই নিত্য বুলি
অজস্র পাতায় পাতায় বর্ণ বর্ণালী
অঙ্কনে আঁকিবুঁকি রঙচ্ছটা তুলি।
তোমাদের রক্ত দিয়ে গড়েছো
একটি কাঙ্খিত সোনার দেশ,
সে’যে আমার স্বাধীনতার…
চিরো লাল সবুজ পতাকার
অর্জিত চম্বুক চমক বাংলাদেশ।
সেদিন অগ্নি অনলে দু-চোখ,
ছিলো বাঁচা মরার তুখর প্রত্যয়
বর্বর পৈচাশিক আত্মার করে ক্ষয়।
মাত্র চোখের পলকে নয় মাসে তোমরা
এক মুঠো ভূখন্ড আকড়ে ধরে বুক,
করেছো এই বাংলার জয়
এক বিন্দু ছিলো নাকো ভয়…
দেখালে কি তারুন্য সাহসী জয় ?
তাই আমরা বাঙ্গালি পালন করি
তোমাদের স্বরণে আজো অব্দি,
যুগ যুগ ধরে থাকবে বহমান…
এ -১৬ই ডিসেম্বর বিজয় দিবস।।