কলমেঃ দেবিক রানী হালদার।
মুজিব মুজিব
শুনতে কি পাও?
২৬ শে মার্চ আগত প্রায়
চলছে ষোলো কৌটি নাও।
তোমার ডাকে সাড়া দিয়ে
অস্ত্র ধরে ছিল তারা!
কবরে শুয়েছে তিরিশ লক্ষ
শহীদ হয়েছে যারা!
মুজিব নামে করেছিল যুদ্ধ
দামাল ছেলের দল!
অস্ত্র হাতে ক্ষেতে খামারে
মুক্তিযোদ্ধার ঢল!
জয়বাংলা ধ্বনিতে সেদিন
কেঁদেছিলো আকাশ বাতাস!
বন্দী তোমায় করেছিল জান্তা
হয়নি বাঙালি হতাশ!
স্বাধীনতার ঘোষণা দিয়ে তুমি
দিক নির্দেশনা দিলে!
ছাত্র শ্রমিক কৃষক জনতা
যুদ্ধ করেছে মিলে!
২৬ শে মার্চ এলেই তুমি
পুষ্প হয়ে ফোটো!
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির জনক নাম!
বিশ্বে তোমার এতো নাম- ডাক
দুর্জনের ছিলে যম!
স্বাধীনতা স্মরনে
(স্মর্তব্যঃ ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস)