কলমেঃ দেবিকা রানী হালদার।
এই ৩ রা মার্চ শেষ রাতে
মুয়াজ্জিন প্রস্তুতি নিচ্ছে আযানের প্রাতেঃ,
ঘাতক দল মারলো তোমাদের বুলেট বেয়নেট খুঁচিয়ে
কয়েদ খানায় এসেছিলো তারা সঙ্গীন উঁচিয়ে!
অসংখ্য কোষে তৈরি দেহ
হত্যা করে নিস্তব্ধ করতে পারে না কেহ!
খুনিরা কোষ ছিন্নভিন্ন করে
নীতি আদর্শ যায় না মরে!
সেদিন দুর্বা ঘাসে স্রোত বহে নাই রক্তে
আজ ও মনে রেখেছে তাদের স্বাধীনতার ভক্তে!
রক্তের স্রোতে ভেসেছিল কয়েদখানা
আরো মনসুর তাজউদ্দীন জন্মাবে ঘাতকের ছিলো জানা!
ওদের উত্তরসূরী আজ-ও নাচে হত্যার উল্লাসে
যতবার হত্যা করে সূর্যসেন তিতুমীর বাংলা মায়ের কোলে আসে!
হত্যা করেছে ‘৭১, ‘৭৫ আগষ্ট, নভেম্বর
হত্যার পরে উল্লাসে সাজিয়েছে গৃহ স্বয়ম্বর!
আত্মা অবিনশ্বর ঈশ্বরের সৃষ্টি নিজ হাতে
ক্ষয় নাই বিনাশ নাই তার কোন মতে!
আবার এসো ফিরে হে ‘৭১ এর মুক্তিযোদ্ধা
তোমাদের জাতি, ৩ রা নভেম্বর এলে জানায় শ্রদ্ধা!