মোঃ জাবেদুল ইসলাম
৭ই মার্চ বাঙালি জাতির,
এক ঐতিহাসিক দিন।
৭ই মার্চ স্বাধীন বাংলার,
আছে হৃদয়ে মাঝে চিন।
৭ই মার্চ বাঙালি জাতির,
এক প্রেরণা জোগায়।
৭ই মার্চের ভাষণ দিয়ে,
বীর বাঙালিরা আগায়।
৭ই মার্চের ভাষণ দিলো,
মুজিব জাতির জনক।
এ ভাষণের মধ্যে দিয়ে,
পরাশত্রুর নড়ে টনক।
৭ই মার্চের ভাষণ হলো,
বাঙালির ঐতিহাসিক দিন।
বিশ্ব জুড়ে ৭ই মার্চের ভাষণ
রাখবে স্মরণ চিরদিন।