কলমে: মুহিতুল ইসলাম মুন্না
মধ্যরাতে চোখের পাতায়
তোমার ছবি ভেসে উঠে,
মসৃণ ভুরুর চোখের কোণে
কালো টিপটি হেসে উঠে।
এই যে আমি তোমার জন্য
রাত জেগে কবিতা লেখি,
ভালো তুমি নাইবা ভাসলে
কবিতায় শুধু তোমায় রাখি।
সন্ধ্যারাতে ঘুম না আসলে
মধ্যরাতের আকাশ দেখি,
তোমার জন্য আকাশ হয়ে
থাকি যেন অনেক সুখি।
সাজতারাটির সঙ্গী হয়ে
গল্পে মাতিয়ে রাখি যেন,
তুমি আমার হৃদয় পাঁজর
এই কথাটি তুমি জানো?