সুদীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অঞ্জনা
তুমি শুধু বাংলাদেশে নয়,
এপার বাংলা ও ওপার বাংলায়
করেছিলে তুমি দাপটে অভিনয়।
অভিনয় করেছিলে তুমি নয়টি দেশের
প্রায় তেরোটি ভাষার সিনেমায়,
তুমি চলে গেছো না ফেরার দেশে
তোমার আত্মা সদগতি হোক মোদের কামনায়।
তুমি ছিলেনা শুধু চলচ্চিত্র অভিনেত্রী
তুমি ছিলে আরও বিখ্যাত এক নৃত্য শিল্পী,
বিভিন্ন সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে
তুমি দেখিয়েছিলে অসাধারণ ভেলকি।
তুমি অভিনয় করেছিলে বাংলাদেশ,ভারত,নেপাল,
পাকিস্তান,তুরস্ক,শ্রীলংকা ও থাইল্যান্ডের সিনেমায়,
তোমার ভক্তগণ আজি গভীর শোকাভিভূত
এভাবে হঠাৎ চিরতরে তোমার চলে যাওয়ায়।
প্রায় তিন শতাধিক চলচ্চিত্র সিনেমায়
করেছিলে তুমি দুর্দান্ত অভিনয়,
চলচ্চিত্র জগৎ আজি অভিভাবকহীন ও অসহায়
এবং খাঁ খাঁ করছে তোমার শূন্যতায়।
দুর্দান্ত অভিনয়ের জন্য তুমি পেয়েছিলে দুবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার,
নৃত্যে ও অভিনয়ে দেখিয়েছিলে অসাধারণ নৈপুণ্য
ও করেছিলে নিত্য নতুন কৌশল আবিষ্কার।
০৭।০১।২০২৫