মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

কবিতার – নবী-প্রেম

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪ Time View

কবি সৈয়দ কামরুল হাসান

 

 

মা-আমেনার ঘরে-জন্মনিয়ে এলেন যিনি, 

দু’জানের প্রিয় নবী-উম্মাতের মধ্য মনি।

যাঁর জন্য জীবনধন্য-সৃজন হলো বিশ্ব সবি।

ফুল-পাখি সব-বনে বনে, গাইছে তাঁরই-গুনগান।

সন্তুষ্টি চিত্তে-দুরুদ পড়ি

প্রিয় নবীজির-শানে।

নবীজির দোষ্ত হলেন- স্বয়ং’আল্লাহ-মহান,

যিনি-রাহিম-রাহমান।।

নবীজির উপর-দুরুদ পড়ে

মানুষ-ফেরেস্তা সবাই,

তাঁহার মতো-শ্রেষ্ঠ মানব

ত্রিভূবনে-নাই।

শাফায়াত চাহি-প্রিয় নবীজীর

রোজ হাশরের-ময়দানে।

দিও দেখা-নিন্দ্রাকালে

শয়নে-স্বপনে…..।

করি প্রার্থনা-কাব্যিক বাক্যে

বিরহী রাইটার-এ হাসানে। নবীপ্রেম অন্তরে-আমার, চাহি দর্শণ-স্বপনে। নিদ্রারত সময়ে-দুরুদ পাঠ করি, প্রতি রাত্রে-নবীজীর প্রেমে সদাই ধার্মিক-হৃদয়ে… মজলুম’বান্দা-এস.কে.হাসানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102