কলমে- মোঃ মারুফ হাসান
প্রিয় ছেলে খেলার দিন নয় আজ,
ধ্বংসের মুখোমুখি আমাদর সমাজ।
আমি স্বপ্ন দেখি বড়
ভালো করে পড়।
থাকবো তখন সুখে
যখন সাজাতে পারবে নিজেকে।
যে দিন মানুষ হয়ে মানুষকে বাসতে পারবে ভালো
প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালাতে পারবে আলো।
গ্রামের মাটিতে আমার প্রাণ
নীতি লাভের পরে আমাকে করিও সন্ধান।
গ্রামেই স্নিগ্ধ মাটির সুবাস
জন্মের পর থেকে আমাদের বসবাস।
তুমার কোমল প্রাণ
ন্যায়কে করিও না অপমান।
সবাইকে বুঝিয়ে দিও ভালোবাসার মূল
তুমার আঙিনাতে ফুটিবে সুন্দর ফুল।