কলমেঃ সুমন কান্তি বড়ুয়া
কবিতার মতো দেখতে দারুণ
তোমার চোখের ভাষা,
হৃদয় গহীনে অপার প্রেমের
লুকানো মনের আশা।
নয়নের কোণে সুরমা মাখানো
রূপের তুলনা নেই,
অনেক দিনের পুরনো খাতির
ভুলতে পারিনি সেই।
ঝলমলে রোদ যেন সোনা ঝরে
পুবের আকাশে রবি,
যতই ভুলতে চেয়েছি তাহারে
ভাসছে মুখের ছবি।
মনোহর রূপে মাতোয়ারা আমি
শাপলা শালুক ভাসে,
হৃদয় মাঝারে রেখেছি তোমায়
বারবার ফিরে আসে।
কবিতা আমার দেখতে দারুণ
লতার মতোই গায়,
বিধাতা নিজের হাতেই গড়েছে
দু-চোখ সরানো দায়।