কলমে- মোঃ সাইফুল ইসলাম
ছোট্ট ভেলার কত না স্মৃতি হৃদয়ে আছে জমা,
সেই স্মৃতি পরলে মনে হৃদয় করিত খেলা।
জাম গাছের সেই জাম কুরানো আমে কারাকারি,
নুন আনতে পাঠিয়ে খোকা,প্লেট করেছি খালি।
স্কুল ছুটি শুনলে কানে,
আনন্দে করত খেলা মনে।
ছোট কালের রঙ্গিন জীবনে।
আমার আমার ভাবত মন।
পাব কি পাব না এরকম
ধারণা ছিনা না মনে।
সাধ্য জিনিসটা কি,
সেটি নাই কো মনে।
কারণ অকারণে ধরিতাম বায়না,
পেলেও সই না পেলেও কই।
পথের মাঝে করিতাম খেলা,
কেউ আসলে দৌড়ে পালা।
খাবারের কোনো নেই কো সময়,
সারা ক্ষণ শুধু করিতাম খেলা।
বিচার-বিবেক ছিলনা কিছু,
ধরিত যাহা মনে।
করিতাম তাহা না পাওয়ারই ক্ষোপে।
খাল বিলে আর রাস্তা ঘাটে,
গাছের আগায় উঠতাম মেতে।
যতই করিত শাসন আমায়,
মনে করিতাম করছে অন্যয়।
চাওয়ায় থাকতো দুই টাকা,
তাহারও বেশি নিয়ে।
দুই টাকার সাথে সম্পর্ক গায়ে মেখে যায়।