কলমে : এম এ লতিফ
নই আমি ফাগুন ফুলে
নই আমি লোনা জলে
নই আমি আকাশ নীলে
নই আমি ডানা মেলা গাঙচিলে,
আমি অতি সাধারণ তৃণমূলে
নিভৃতে ঘুমিয়ে থাকি মায়ের কোলে!
নই আমি শাসনের বেড়াজালে
নই আমি জীবন শুন্যতায়
ভেসে যাই সাগর জলে,
আমি বেঁচে আছি যুদ্ধ করে
বেঁচে থাকার তাগিদে প্রতিকুলে!
ভুলে না মন আমার ফাগুন এলে
নই আমি সুবাসিত ফুলে ফুলে
একটা জীবন এক পৃথিবী
বেঁচে থাকাটাই বাহুবলে!
নই আমি স্বপ্নে বিভোর
স্বপ্নীল আকাশ নীলে,
আমি অশান্ত পৃথিবীব বুকে
মধুর আবেশে ঘুমিয়ে থাকি মায়ের কোলে,
একদিন পৃথিবীর মায়াজাল ছিড়ে
চিরতরে যাবো চলে সব ভুলে!