আজ সকালে পথের ধারে
কাঁদছিলো এক অনাথ শিশু,
দেখে তারে ভাবলাম আমি
হতো যদি আমার মিশু।
চোখে তার ক্ষুধার জল
ছলছল টলমল,
তার নয়নে আকঁছি আমি
মিশু যেনো অবিকল।
হাতটা তার মাথায় বুলাই
বাঁকা দৃষ্টি হেলাই ধুলাই,
সব শিশুকে মিশু ভেবে
নেই না মোরা কাছে টেনে।
সারাদিন কতো কাজে
নষ্ট করি অর্থ বাজে,
অনাথ শিশুর চোখের মায়ায়
আমরা যদি তনয় কে সাজাই।
স্নেহ মায়ায় অনাথ তুষ্টি
হ্নদয় চোখে শান্তির দৃষ্টি
মিশুর টিফিন দিলাম তারে,
দিন টি ছিলো শনিবারে।