কলমে: মীর ফয়সাল নোমান
আহ! তোমার অপরূপ মনমাতানো রূপের ঝলকে আমি বিমোহিত। তোমার কাজল কালো চোখে আছে কিযে জাদু। তোমাকে দেখলে মনে হয় যেন জনম জনমে তোমার সাথে ছিল মোর পরিচয়। তোমার তনু ভরা যৌবন রূপ রস সৌন্দর্যের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছি। কে বলেছে ছেলেরা একটা মেয়ে আসক্ত হয় না
আমি যেন তোমার প্রেমে আসক্ত
তোমাকে যতই দেখি ততই হই মুগ্ধ।
তোমার ঘন কালো মেঘবরণ কেশ!
তোমার মনোহরণী চাহুনি চাঁদ বরণ মুখের মিষ্টি হাসি আমাকে দিশাহারা করে পাগলের মত তোমার সংস্পর্শে পাওয়ার জন্য ব্যাকুল করে তুলে। হয়তো বা দেখতে পাই না কিন্তু মনে হয় তুমি আমার মনোমন্দিরে চির অম্লান হয়ে আছো। তুমি শুধুই আমার আর কারো না প্রিয়তমা আমি তোমাকে আামার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাই তোমার অপেক্ষায় বাঁচি
তোমার অপেক্ষায় মরি আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমি। তোমাকে একান্ত নিজের করে পেতে চাই।