কলমে: মুসলিমা আক্তার
এক আকাশ আক্ষেপ নিয়ে তোমাকে যেতে দিলাম,
তোমার সময় নেই বলে।
কিন্তু কি করি বলোতো-
দিনে দিনে তোমাকে দেখার তৃষ্ণা যেন বেড়েই চলেছে।
এ তৃষ্ণা বেড়ে বেড়ে আমার অসুখে পরিণত হয়েছে।
তোমার সময়ের সাথে ইচ্ছে টাও যেন নেই, তাই তুমি আসো না -
আর আমার অসুখ ও ভালো হয় না।
তুমি হঠাৎ ই বলেছিলে,
একটি জায়গার কথা,
যেখানে দেখা হতে পারে,
জানো- সে জায়গায় রোজ তোমার অপেক্ষায় থাকি।
যদি ভুল বা প্রয়োজনে এসেই পরো।
হঠাৎ ই দেখ হোক আমি একেবারেই চাই না,
কেন জানো? তোমার চাহনি বিলাপ কি হবে সেই ভয়ে।
যদি তোমাকে তুমি লুকিয়ে নাও
যদি দিধায় পরে যাও
যদি আমাকে বিরক্ত হও
আরো কতো কি যে
এ হৃদয়ে বেজে ওঠে!
জানো-
আমার সবকিছু ভুলিয়ে দিতে মন চায় খুব।
জানতে চাইলে না কেন?
হুম, তোমার হৃদয়হীন যন্ত্র যেন আমাকে কোন কিছুতেই আবিষ্কার না করতে পারে।
কিন্তু আমার তো ভীষণ ইচ্ছে করে,
তোমাকে সখার বেশে প্রানে রাখতে।
তোমাকে নুনের বেশে রান্নায় রাখতে।তোমাকে স্বর্ণ,রৌপ্য,আরো কতো কি করে রাখতে।
ইচ্ছে করে চোখ বন্ধ করে
তোমাার স্মৃতিতে ভাসতে,
জানি তেমন কিছু নেই। তবুও বলছি তোমাকে ভীষণ পাই আমি।