কলমে: সাদিয়া আক্তার দীঘি
নবান্নের এই সন্ধ্যা বেলায়
কৃষাণীর নাই ক্লান্তি,
উঠোন ভরা সোনার ধানে
প্রাণে অনাবিল শান্তি।
ঝাড়াই বাছাই হচ্ছে সে ধান
কৃষাণ ব্যস্ত তাতে,
ঝরানো ধানেরা মড়াই বন্দি
আর কিছু বস্তাতে।
ভাটিয়ালি সুর ধরেছে কৃষাণ
উদার উদাস সুর,
উঠোন পেরিয়ে গিয়েছে ছড়িয়ে
দূর হতে আরো দূর।
অঘ্রাণে এই নতুন ধানেই
নবান্ন হবে সারা,
পিঠেপুলি আর দুধের পায়েস
রসে হবে মনকাড়া।
আঙিনা এখন খেজুর রসের
গন্ধেতে ভরপুর,
জাল দিয়ে রস ঘরের বধুরা
বানাবে খেজুর গুড়।
চড়ুই শালিক খুঁটে খুঁটে খায়
আঙিনার আশপাশে,
তাই দেখে দেখে খোকন সোনাটা
খিলখিল করে হাসে।
মন্দ মধুর হিমেল বাতাসে
মায়ের হাতের ছোঁয়া,
'রূপসী বাংলা' আছে অনুভবে
যায়নি তো কিছু খোয়া।