তোফায়েল আহমাদ আশ্রাফী
ঢাকা শহরের রাস্তা গুলোতে
লেগে থাকে যানজট,
দায়িত্ব পালন করতে গিয়ে
ট্রাফিকের মাথা হট ।
কেউ যায় এসি গাড়িতে
কেউ লোকাল বাসে চড়ে,
আবার কেউ থাকে দশ তলায়
কেউ রাস্তায় পড়ে ।
বড় বড় মাস্তানদের
দিতে হয় চান্দা,
কেউ করে চাকরি, ব্যাবসা
কেউ করে ধান্দা ।
কেউ করে ভালো কাজ
কেউ করে মন্দ,
দলের স্বার্থে কেউ আবার
করছে কত দন্দ ।
কেউ করে টাকা চুরি
কেউ করে দান,
প্রতিদিন কেউ আবার
করছে মদ পান ।
দিনের বেলায় লাখো মানুষ
রাত্রি বেলায় ফাকা,
হরেক রকম মানুষ থাকে
আজব শহর ঢাকা ।