কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
শহরে তে জন্ম আমার গেঁয়ো নই আমি
গেয়ো যদি দেখতে চান ঘরে আমার স্বামী,
দেখলে তাকে মনে হয় জমি চষে এলো
জানিনা কিভাবে সে রাজধানী জায়গা পেলো?
উপরে সে ফিটফাট মনটা তার ঘষে না
পাক সাব অজু গোসল প্রশ্নই আসে না,
স্যুট পরলে মন হয় আনস্মার্ট কারে কয়
টাইয়ের 'নট' বাঁধা শিখতে সময় নিলো মাস ছয়!
আমি কিন্ত এদিক থেকে সেরা আধুনিক
নায়িকাদের ফলো করি শত ভাগ ঠিক,
বলিউডের নায়িকাদের সব ড্রেস কিনি
মাধুরি অনুস্কা রেখা সবার পছন্দ জানি!
চুমকি জরি আর নানা রঙের লেস
ভর্তি আছে আমার চারপাঁচ টা সুট কেস,
চার ইঞ্চি হিল জুতা আছে দশ জোড়া
হিল ছাড়া জুতা হলে একদম আমি খোঁড়া!
জুতার সংখ্যায় আমি 'ইমেলদা মার্কোস'
'ফিলিপাইন' যাইনি কভু তাতে নাই আফসোস,
রোডে যখন চলি আমি হাটি টিক টিক
তাই তো বলি আমি অতি আধুনিক!
বিদেশ ঘোরা তেও আমার আছে আধুনিকতা
আজ যদি 'নেপাল' থাকি কাল 'কলকাতা',
মার্কেটিংয়ে আছে আমার আরো আধুনিকতা
'থাইল্যান্ড' 'সিঙ্গাপুর' আর যাই 'জাকার্তা'!
'মোস্তফা মার্কেট' আমার প্রিয় 'সিঙ্গাপুর'
'ম্যারিডিয়ান' হোটেল প্রিয় গেলে 'কুয়ালালামপুর',
'এ্যামবেসেডর' হোটেলে আমি ব্যাংকক গেলে উঠি
এইভাবে দেশে থেকে দেশান্তরে ছুটি!
'ব্যাংককে' জুতা কিনলে 'সিঙ্গাপুরে' মোজা
'থিম্পু' ঘুরে ঘুরে লিপস্টিক খোজা,
হাটি যখন রাস্তায় ব্যাগ থাকে ঘাড়ে
বদমাশ ছেলেগুলো তাকায় আড়ে আড়ে!
কথা বললে কারো সাথে ইংলিশ বাংলা মিশে যায়
ভুল ইংলিশ বলে আমি পরে করি হায় হায়,
বন্ধু খোজার মাধ্যমে আমার 'আইডি টা' ফেজবুক
আপনাদের কি মনে হয় না, আমি সবচেয়ে "আধুনিক?"