অনেক তাঁরা দেখা যায় আকাঁশে
সেখানে মাঝে মধ্যে নিজেকে খুঁজি।
যদি একবার খুঁজে পাই তারাঁদের মাঝে
তখন ভাববো
এখন থেকে নিজের সাথে নিজের যে যুদ্ধ টা করতাম সেটা আর করতে হবে না
আমাকে তখন আর ভাবতে হবে না
লোকে কি বলবে
এই একটা ভয় সেদিন আমার মন থেকে চলে যাবে
সেদিন আর কে কি বললো
কিছু আসে যাবে না।
এক মাত্র আকাঁশ টাই আমার সম্বল
আকাঁশের তাঁরা আমার বড্ড আপন।
এ জীবন আমার ফুরিয়ে যাবে
মৃত্যুর পর যে জীবন আসবে
সেটা হবে অনন্ত কাল
তাই এ জীবনের থেকেও
পর জীবন টা আমার খুব আপন এবং মূল্যবান।
তাই তারাঁদের প্রতি আমার এত ভালোবাসা।
দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে চলে যেতে মনে চাই
সেচচাই চলে যেতে চাই
ঐ তারাঁদের মাঝে।
যদি বলো তাঁরা আমাকে কি দিয়েছে
তবে আমি বলবো শুধু মাত্র ওদের জন্যই বেঁচে আছি
সারাদিন কাজ পরিবার সংসার এসব সামলে নিজেকে সময় দেওয়ার সময় কোথায় পাই।
মাঝ রাতে যখন ঘুম আসে না মনের যত কথা সুখ দুঃখ বলার মতো শুনার কেউ নাই
তখন ঐ তাঁরা রাই আপন আমার
মনে হয়।
কারণ কি জানো
দিন শেষে ওদের যে আমি এত কথা বলি এত কথা শুনাই ওরা কিন্তু কাউকে বলে না।
মাঝে মধ্যে আমার কথা শুনে একটু আলোর ঝলকানি দিয়ে বলে আমরা আছি তো ভয় পাবিনা এগিয়ে যা।
হেরে গেলে আমাদের কাছেই ফিরে আসবি
যা এগিয়ে যা।