কলমে: মোঃ সুমন মিয়া
আজ আমার ছোট্ট ঘরটা
আলোকিত করল যে জন
সে আমাদের ছোট্ট সোনা
আদরের হীরে মানিক রতন৷
পৃথিবীর বুকে জন্ম নিয়ে
দেখছে সূর্যের প্রথম কিরণ
তাকে দেখতেই ছুটে চলা
আমার কত শত দূরের পথ।
এক পলক দেখতে থাকে
মন যে ব্যাকুল হয়ে আছে।
কখন কাটবে প্রহর,আসবে
থাকে দেখার মধুর সে সময়।
প্রতীক্ষা আর সইছে না মন
হচ্ছে না দূরের পথ শেষ।
মনে চাই উড়িয়া যাই পথ
যা অবশিষ্ট আছে বাকি।
প্রতীক্ষার প্রহর কাটল শেষে
আসল মধুর সে সময়।
তাহার চাঁদ মুখ খানা দেখেই
আমার বুকটা গেল জুড়ায়।
প্রভুর কাছে মোনাজাতে
বারংবার এই প্রার্থনা করি।
তাকে নিয়ে সকল স্বপ্ন,আশা
যেন আমি পূর্ণ করতে পারি।