মোছাঃ নাজমুন নাহার খান
তুই বন্ধু অনেক ভালো
আঁধার রাতের আলো,
তোকে দেখতে অনেক মিষ্টি
তুই আমার দু চোখের দৃষ্টি।
একটুখানি হাড়িয়ে গেলে তুই
করিস ছটফট,
তোর জ্বালায় মরছি আমি
কেন করিস কটমট।
একটু ঠান্ডা থাকিস না কেন
আমি কি যাবো হাড়িয়ে,
কাজের চাপে থাকলে আমি
আসবো তো একটু পরে।
বুঝবি না কেন এসব বিষয়
বয়স পেরোলো একুশ,
এখন না বুঝলে বুঝবি কবে
যেদিন হবি বেহুঁশ।
সময় আছে সব এখনো বোঝার
বাকি রাখিস না দিন,
সময় চলে গেলে তো আর
ফিরে পাবি না কোনদিন।