কলমে: রোজিনা খাতুন
আল্লাহ্ একটা সন্তান ভিক্ষা চাই
যাকে আমার ভীষণ প্রয়োজন,
যে আমার পৃথিবীর সব সুখ
যাকে ঘিরে থাকবে সকল আয়োজন।
আমার চোখের পানি কেউ দেখেনা
নিরব মনে সারাক্ষনই কাঁদি,
আকাশের চাঁদ থাকতো বুকে আমার
একটা সন্তান পেতাম যদি।
সাত জন্মের কপাল পোড়া আমি
একটা সন্তানের বড় অভাব,
শূন্য ঘরে শূন্য মনের ব্যথা
কষ্ট দেয়া লোকের স্বভাব।
পাড়ার লোকে কথা শোনায় যখন
বড় কষ্ট লাগে বুকে,
অবুঝ মনে রক্তক্ষরন আমার
মানসিকচাপে মরি ধুঁকে ধুঁকে।
জানি আল্লাহ চাইলে সবই সম্ভব
দুঃখের পরে সুখের ছোঁয়া,
অসহায়ের সহায় আল্লাহ নিজেই স্বয়ং
মা হলেই পরম পাওয়া।
বুঝবো যখন গর্ভে একটা শিশু
খুশিতে মন হবে আত্মহারা,
ঝলমল করবে জীবন আমার
বুকে আমার আকাশের তারা।
আধো আধো বুলিতে মা ডাকবে
খুশিতে চোখে ঝরবে পানি
আকাশের চাঁদ পাবো হাতে আমি
জুড়াবে পোড়া হৃদয় খানি।