কালো মেঘে ঢাকা কুয়াশা আমি রহমত আলী
রাতের আঁধারে নিভে যাওয়া উজ্জ্বল প্রদীপ
চঞ্চল ভোরে হেঁটে চলা একমুঠো রৌদ্র
দূর্বা ঘাসে লেগে থাকা শিশিরের বিন্দু বিন্দু জল
সুবাসিত গোলাপ থেকে ঝরে পড়া লাল পাঁপড়ি
পরিত্যক্ত জায়গায় পরে থাকা বাঁশের বাঁশি
সুখের নদীতে ভেসে চলা দুঃখের ভেলা
ডানা ভাঙা পাখির মত কাটে মোর সারাটা বেলা
তবুও এক টুকরো কাগজ হাতে নিয়ে পথ চলা।
অন্যের অন্ধকার ঘরে হাসি মুখে তুঙ্গ দিতে গিয়ে
নিজের ঘরের দীপ্তি কখন যে নিভে গেল
কোন টেরই পেলাম না,
পাশে থাকা মায়াবী চাদর বলে উঠলো কি করছো,
নিজ ঘরে যে আঁধার নেমে এলো, তা কি দেখেছো
আমি শুনে ও না শুনার ভান করে বসে ভাবছি
অনামিশার বুকের গভীরে কিভাবে পৌঁছা যায়
নিজের অনেক কিছু কিভাবে বিলিয়ে দিবো
প্রিয়জনদের হৃদয় দুয়ারে।