কলমে: মুহাম্মাদ শরীফুল ইসলাম
কেনো আজ আর্তনাদে প্রকম্পিত
আমার দেশের মাটি,
এখনো কেনো বিলীন হয়না
নর পশুদের ঘাঁটি।
বাঁচাও বাঁচাও চিৎকার কতো
শুনতে হবে বলো,
আমার বোনের বদলা নিতে
এবার সবাই চলো।
কেনো বিচার ছাড়া নর পশুরা
ছাড় পায় বারবার,
আমার বোনের ইজ্জতের বিচার
করতেই হবে এবার।
ধর্ষণের বিচার চাইতে কেনো
মাঠেই নামতে হবে,
বুকফাটা আর্তনাদ শুনে কেনো
প্রশাসন নীরব রবে।
দেখো বাঁচাও বাঁচাও আর্তনাদ
করছে আমার বোন,
চুপটি করে আছো কেনো
কাঁদেনা কী তোমার মন।
আর কতো বোন ধর্ষিতা হলে
ভাঙবে অপরাধের বাঁধ,
নারী হয়ে জন্মানো কি ছিলো
তাহলে তাদের অপরাধ।
কেনো ধর্ষিতা হয়েও বিচার পায়না
আমার দেশের নারী,
কেনো পথে-ঘাটে নিরাপদ নয়
এমনকি নিজের বাড়ি।
ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র কণ্ঠে
চাচ্ছি বোনের বিচার,
ফাঁসির রায় অকার্যকর হলে
মাঠে নামবো আবার।