কবি: এস টি আব্দুল্লাহ আল মামুন
====================
শ্রাবণের বৃষ্টি শিশির বিন্দু হয়ে ঝরে পড়ছিল...
আমি বের হয়েছিলাম- ভাঙ্গাতে তব যত রাগ...
আহ! সেই দিন কত আবেগে প্লাবিত হয়েছে আমার অশ্রুজল!
হঠাৎ করেই আশ্রয় চেয়েছিলে-
বিশ্বাস করে আশ্রয় দিয়েও ছিলাম।
বেশ ভালই চলছিল সব কিছু...
তোমার অসুস্থতার খবর আসে- ক্ষত করে আমার বুক!
আরও একদিন তোমার ফোন আসে- আসে সেই সাথে অনুরোধ।
কেন জানি আমাকে পাশে চেয়েছিলে- সেই তুমি ?
অনুরোধ ফিরিয়ে দিয়েছিলাম এই ব্যস্ত আমি।
তোমার প্রচন্ড পরিবর্তন লক্ষ্য করি-
বদলে গেছো তুমি সম্ভবত তোমার হৃদয়ে আসন হারাতে থাকি আমি।
একদিন ভেঙ্গে গেল সব কিছু!
তারপরও আমায় ডেকেছিলে তুমি পিছু...
একদিন তোমার ডাকে সাড়াও দিয়েছিলাম আমি
হাতে হাত রেখে কান্না করছিলাম আমরা-
ঘুঙ্গিয়ে ঘুঙ্গিয়ে কেঁদে ছিলাম আমরা-
তবুও কেন জানি এক হতে পারিনি!
সেই ব্যর্থ ভালোবাসার উপাখ্যান লিখতে গেলে
অশ্রসিক্ত চোখে মন বিহঙ্গের ডানা ভাঙ্গার শব্দ শুনতে পাই!