কলমে: মুসলিমা আক্তার
কথাই যদি বুলেট হয়
বুলেটে নয় আহত,
কথার ক্ষরণে ধুকে ধুকে
নিরীহ রা নিহত।
বাক্য যদি পারে
সুখেদের নিরাশ,
অবিচল থাকো সারাক্ষণ
মুক্তির নিরালাস।
মনকে বলো-
করো নাকো এমন আবিস্কার,
হতে হবে নচেৎ সমাজে
তৃণ মূলে বহিষ্কার।
যতকাল রবে ছিন্ন বুনি
কাতরে এমন বাক্য মূল,
ব্যাথা নিয়েও ভালোবাসতে
ভুল হবে না এক চুল।
কি যে আবির প্রমুখ
সর্বোচ্চ রুপে তবুও চলো এড়িয়ে,
মন যদি চায় অজানা গহিনে
চলে যাও বেরিয়ে।
বুঝতেই যদি না পরো
এমন বাক্য বিশেষ,
নিথর হয়ে সহ্য করো
নিভৃতে অবশেষ।
সম্মানটুকু বাঁচিয়ে রেখো
অধীর চর্চায় পাওয়া,
সবারে সুধাই সর্বদা
যা অবিরাম গাওয়া।
আপনারে বাসি ভালো
বাসবো সর্বোপরি,
ঘৃণা কে দূরে রেখে
সুন্দর জীবন গড়ি।