ইচ্ছে জাগে আকাশ পানে
ডানা মেলে ভাসতে,
সাহস দিয়ে পাহাড় ভেঙ্গে
মনের সুখে হাসতে।
ইচ্ছে জাগে কলা গাছে
তেল মাখিয়ে চড়তে,
সরষে ক্ষেতে হাত বাড়িয়ে
প্রেম পোকাটা ধরতে।
ইচ্ছে জাগে নীল সাগরের
জল রাশিকে মাপতে,
বরফ দেশে খালি গায়ে
থরথরিয়ে কাঁপতে।
ইচ্ছে জাগে সূর্যটাকে
চক্ষু ভরে রাখতে,
রোদের তাপে পুড়ে গিয়ে
মা মনিকে ডাকতে।
ইচ্ছে জাগে প্রেম বাগানের
উঁচু ডালে ঝুলতে,
ছ্যাঁকা খেয়ে হতাশ মনে
স্মৃতি গুলো ভুলতে।
ইচ্ছে জাগে বিনা সূতায়
সূখের মালা গড়তে,
হাওয়ায় চড়ে ঠান্ডা হয়ে
মেঘের মতো ঝরতে।
ইচ্ছে জাগে রাতের আঁধার
চাদর দিয়ে ঢাকতে,
ধানের ক্ষেতে ভাত ফলায়ে
গোলায় ভরে রাখতে।
ইচ্ছে জাগে পুকুর তলায়
শীতল ঘরে শুইতে,
কালি ভরা হৃদয়টাকে
থালার মতো ধুইতে।
ইচ্ছে জাগে দুশমনিকে
সর্প হয়ে কাটতে,
কানা গলির আঁধার পথে
চক্ষু বুঁজে হাঁটতে।
ইচ্ছে জাগে ফেসবুকে
মনের কথা ঢালতে,
নকল বাজির মগজটাকে
পায়ের চাপে গালতে।