কলমে: বাপ্পী বড়ুয়া
কক্সবাজার বাংলাদেশ।
বছর ঘুরলো ঈদ ফিরলো,
ঈদের আনন্দে প্রাণ জোড়ালো।
ছোট বড় জনে জনে,
ঈদের আনন্দ সবার মনে।
মসজিদের ইমামের মাইকের দাওয়াতে,
পড়বো নামাজ ঈদের জামাতে।
ঈদের জামাত শেষ করে,
ঈদ আনন্দ বিলাবো আলিঙ্গনে।
বড়জন মুরুব্বিদের সালাম করে,
সালামি নিবো পকেট ভরে।
অসহায় গরিবদের ঈদের দিনে,
যাকাত দিবো হাসি মনে।
পাড়া প্রতিবেশিদের নিমন্ত্রণ করে,
ঈদের নাস্তা খাওয়াবো পেটভরে।
ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে,
থাকবো মোরা সারাজীবন একসাথে।