কলমে: আফজাল হোসেন
ঈদ মোবারক, ঈদ মোবারক,
ঈদ এসেছে খুলেছে বরাত;
ইসলামী নুরে হয়েছে উজল,
তামাম বিশ্বের মাখলুকাত,
ঈদ মোবারক।
ঈদ মোবারক, ঈদ মোবারক,
সারা বিশ্বের মুসলমানদের ঘরে,
বহে আজ তাই খুশির ঝলক
ঈদ সোবারক।
ঈদ মোবারক, ঈদ মোবারক:
ঈদ অনেছে সবার জন্যে
উল্লাস আনন্দের সুসওগাত,
ঈদ মোবারক।
ঈদ মোবারক, ঈদ মোবারক,
ঈদ এলো তাই মিলনের গীত,
গাহে মুসলিম চিত্তে পূর্ব-পুলক।
ঈদ মোবারক।
ঈদ মোবারক, ঈদ মোবারক,
ইসলামে মানুষের নেই ভেদাভেদ,
আমির ফকির তাই নির্ভয়ে আজ
এক কাতারে করবে জামাত;
মোবারক।
ঈদ মোবারক, ঈদ মোবারক,
খোদার শানে শির নত করে
সারা জাহানের মুসলিম আজি,
শান্তি-ঐক্যের তরে দু’হাত পেতে
করবে মুনাজাত,
ঈদ মোবারক।
ঈদ মোবারক,ঈদ মোবারক,
খুশির দিনে ভুলেছে মুসলিম
অতীতের সব বেদনা শোক,
ঈদ মোবারক।
ঈদ মোবারক, ঈদ মোবারক,
বুকে বুক মিলিয়ে করবে
কোলাকুলি মুসলিম,
ভুলে অতীতের হিংসা-ক্ষোভ;
ঈদ মোবারক।
ঈদ মোবারক, ঈদমোবারক,
ইসলামে আছে সবার সমান হিস্যা,
ঈদে বিধর্মীরা পেয়ে তার দীক্ষা
হয়ে যায় অবাক,
ঈদ মোবারক।