কলমে: মো: লিটন হাসান জয়
কে তুমি দারিয়ে 'ছ"
নদীর 'অ"পারে,
আমার দিকে চেয়ে আছো তুমি
অ"পলক এক দৃষ্টি মেলে।
তোমার বাকা ঠোটের হাসিতে
মন কেরে'ছ" আমার,
তোমায় দেখা মাত্র মিশে যাই
আমি হাওয়ার সাথে।
যেন মন কেরে'ছ"আমার
বলো না কে তুমি উদাসিনি!
বসন্তের কোকিল যেমন ডাকে
মিষ্টি সুরে...........
শাপলা যেমন ফোটে
মৃদু হাওয়াই দোলে সে
নাচে তালে তালে।
তোমায় দেখলে মনে হয়
আমি হই সাগর...
অ"তল ভুমি,
বলো না কে তুমি উদাসিনি।
বাতাসের চনচল হাওয়াতে
উরে তোমার শাড়ির আচঁল
বলতে চেয়েছিলাম আমি,
ভালোবাসি তোমারে।
বলোনা তুমি শুধু একবার
কে তুমি! উদাসিনি......।