কলমে:- সাহেলা সার্মিন
----------------------------------------
উর্ধ্বগতি বলতে শুধু খাদ্যদ্রব্য নয়
খাদ্যদ্রব্যের সাথে আছে ডাকবাক্স ময়,
হরেক রকম দ্রব্যে যখন হরেক দাম হাকে
মনের কোনে বিন্দু বিন্দু হতাশায় ভোগে।
আরাম আয়েশ এখনতো আর নয়কো অতো
সোজা
শ্রম দিলেই টাকা আসে মানুষ তো নয় বোকা।
আজকালকার মানুষ গুলো স্বার্থপরে বাসা
সুবুদ্ধি না হলেও দুর্বুদ্ধিতে ঠাসা।
আপনা ভালো নিয়ে থাকে বোঝায় অবুঝ শিশু
চোখ বুজে ধান্দা করে নজর এদের নিচু।
দুষ্ট চক্রে সিদ্ধ এরা যাকে ইচ্ছে করে হ্যস্ত ন্যস্ত
খুশিতে টগবগে হয় হলে কেউ পরাস্ত।
শিরকে রেখে উর্ধ্বগতি ভাবে মহান নিজেকে
মাটির দিকে দাওরে নজর মজতে হবে মাটিতে।
যতোই হও ঝড়গতি ব্রহ্মপুত্র যমুনা এক্সপ্রেস
পাল্লা দিয়ে যেমন বাড়ে সকল দ্রব্য পেজ।
সঠিক নজর দারিতে সহনশীল হয় সব
নোংরা মনের নোংরামি থামাতে পারে শুধু রব।
আর কতোকাল খেলবে এমন সাঙ্গ হবে সব
উর্ধ্বগতির চঞ্চলতা থামবে কলরব।
নীলনকশা যতোই বানাও একদিন প্রকাশ হবেই
বেহিসেবে উর্ধ্বে গেলে পড়বে ধরা আগেই।
যতোই ভাবো মরবো না বাঁচবো অনেকদিন
সৃষ্টি কর্তার খাটি হিসাব বাড়বে শুধু ঋণ।