কলমে:- নেহাৎ তানভীর
……………………………………….
আকাশ পাড়ে পালকি চলে ভাসিয়ে সাদা
মেঘের ভেলা নীলে,
শরৎ রানী তাল মিলিয়ে পুকুর পাড়ে
পদ্ম ফোঁটা বিলে।
ভোরে শিশির ঘাসের বুকে চক চকিয়ে
ঘাসের ডগা মাতে,
তাল পুকুরে শূন্য ডালের বাবুই পাখি’
বাসা চূর্ণ তাতে।
খুকু মণির পা ধুয়ে দেয় মম শিশির
কোমল কোলা জলে,
হলদে রোদে’ পরশ পেয়ে সাঞ্জু বুড়ি
আলার পাতা মলে।
ছাতিম তলে ছাতিম ফুলে ভরিয়ে গেছে
গাঁয়ের মেঠো পথ,
বকুল তলা ভেজা মাটির বক্ষ উজার
সাজে ফুলেল রথ।
শিউলি ফুলে গাঁথিয়ে মালা পল্লী বালা
প্রহর গুনা দুপুর,
শেফালী ফুলে কদর হল বালিকা প্রাণে
সাজিয়ে পায়ে নুপুর।
আকাশে ঐ এক কোনাতে সূর্যি মামা
হাসিতে খিল খিল,
নরম রোদে কমল কাশে পুকুর পাড়ে
ভ্যাটে উজার ঝিল।
এই শরতে রঙের মেলা ভাসিয়ে ভেলা
নজর কারা রুপ,
তাই তাকিয়ে চুপটি বসে একলা আমি
ঘরের কোনে চুপ।
রচনা কাল:-১৮ অক্টোবর, ২০২৪