কলমে: শায়লা আহমেদ
আমি কারো মেয়ে একটু ডানপিটে,
আমি কারো বোন বেশ খিটখিটে।
আমি কারো সরল সহপাঠী,
আমি কারো নীরব ভুলত্রুটি।
আমি কারো হৃদয়ের”হৃদয়’না”,
আমি কারো মনের কল্পনা।
আমি কারো সহধর্মিণী,
আমি কারো সুহাসীনি।
আমি কারো মা স্নেহময়ী,
আমি কারো মায়াময়ী ।
আমি কারো সুখের আবেশ,
আমি কারো দুঃখের রেশ।
আমি কারো কাছে আসক্তি,
আমি কারো আবার বিরক্তি।
আমি কারো ভালোবাসা,
আমি কারো বাঁচার আশা।
আমি কারো শুধুই স্মৃতি,
আমি কারো মনেতে প্রিতী।
আমি কারো কাছে স্বপ্নচারি,
আমি কারো ঘুম নেই কাঁড়ি।
আমি কারো মনের”প্রিয়তা”,,
আমি কারো নীল অপরাজিতা।
আমি কারো চিত্ত সুখ,
আমি কারো নিত্ত দুখ্।
আমি কারো হই একটা কিছু,
আমি কারো না নিতে চাওয়া পিছু।
আমি কারো বিরহী কবি,
আমি কারো জল রঙে আঁকা ছবি।
আমি কারো কখনও আনন্দ,
আমি কারো ভালো মন্দ।
আমি কারো প্রণয়ের প্রকাশ,
আমি কারো সুনীল আকাশ।
আমি কারো অধিকার,
আমি কারো প্রতিকার।
আমি কারো জীবনের মুক্তি,
আমি কারো তর্কের যুক্তি।
আমি কারো কাছে জড়তা,
আমি কারো এলোমেলো কথা।
আমি কারো কাছে তীব্রতা,
আমি কারো পরিপূর্ণতা।
আমি কারো হাতের লাঠি,
আমি কারো হাসি মিটিমিটি।
আমি কারো মনের আশ,
আমি কারো কথার বিশ্বাস।