কলমে: এম এ লতিফ
একটা জীবন এক পৃথিবী
করোনা বেশি বাড়াবাড়ি,
দুদিন তোমার এই পৃথিবী
হইও না কভু অহংকারী,
মনে রেখো দুদিন জীবন
পরকাল হবে আসল বাড়ি,
যে বাড়িতে থাকবে একা
আঁধার কালো ঠিকানা,
ভাবো একবার "ও" মনা
মিছে এই দুদিন জীবন কিছু না,
সঙ্গী বিহীন থাকবে একা
থাকবে না আর রাজা প্রজা,
তাইতো বলি সঠিক রাস্তায় যাও তুমি
পাপের পথে যেইও না,
ভুল করিলে সাজা হবে
রেহাই তুমি পাবে না!
একটা জীবন এক পৃথিবী
ছেড়ে যাবে সঙ্গের সাথী,
কেউ তো সঙ্গে যাবে না,
যেজন তোমার আপন ছিলো
দুদিন পরে খুঁজবে না,
মিছে মায়ার এই পৃথিবী
ভুল পৃথিবীর ঠিকানা!