কলমে: ইছমুন আক্তার
==============
এক যে ছিল দুষ্টু রাজা
সঙ্গি ছিল রানী,
রাজা দেখতে ভালোই তাজা
দায়িত্ববান দাসী বাণী।
রাজার আছে তিন কন্যা
প্রথম কন্যা রিনী,
দ্বিতীয় কন্যা বন্যা,
তৃতীয় কন্যা জীনী।
রাজার পরিবারের হাসি – কান্না
আজকে তোমাদের বলি।
অনেক ভালো তিন কন্যা
সব- সময় থাকে হাসি -খুশি,
তিন ধরনের ভালোবাসা
আছে তাদের জানি।
প্রথম কন্যার ভালো লাগা
গাছপালা ও পশু পাখিদের প্রতি,
দ্বিতীয় কন্যা বন্যা
ভালোবাসতো দরিদ্র নারী।
ছোট্ট কন্যার মুখরতা
দু চোখে রয়েছে বন্দি-
রাজ্যের জন্য ভালোবাসা
নির্জন সোনালী সবুজ প্রকৃতি।