কলমে: কবি কামাল মাহমুদ জয়
একটু সুখ পেতে চায় মন,
জলভেজা হাওয়ার মতো নরম,
যা এসে ছুঁয়ে দিয়ে যায় চুপিচুপি,
আড়াল করে ক্লান্তির ধুলোবালি।
একটু সুখ পেতে চায় মন,
রোদের নিচে ছায়ার মতো ঠান্ডা,
যেখানে ব্যস্ততার কোলাহল ম্লান হয়,
আর নিঃশ্বাসগুলো গভীর হয়ে ওঠে।
একটু সুখ পেতে চায় মন,
প্রিয় কারও হাসির মতো সাদা,
যেখানে শব্দ নেই, কেবল অনুভব—
দুই চোখে মিশে থাকে নীরব ভালোলাগা।
একটু সুখ পেতে চায় মন,
বৃষ্টির প্রথম ফোঁটার মতো তাজা,
যা বুকের গভীরে ধ্বনি তোলে—
“এটাই হয়তো সবকিছু ঠিক থাকার মুহূর্ত।”
একটু সুখ পেতে চায় মন,
চেনা আকাশের নীচে হারিয়ে গিয়ে,
যেখানে ভাবনা থেমে যায় আচমকা,
আর সময়ের ঘড়িটা ভুলে যায় চলা।
এই ছোট ছোট সুখের কণা,
তুলে এনে রাখি হৃদয়ের কোণে,
যাতে জীবনের ঝড়-ঝঞ্ঝাতেও—
মনটা বেঁচে থাকে অটুট, স্নিগ্ধ আর নির্ভার।