কলমে: এম এ লতিফ
আমি চাই যে হতে পূর্ণীমাতে
দূর নীলিমায় ভেসে থাকা এক ফালি চাঁদ,
যে আলোতে ফুটবে হাসি
মনের মেলায় হারাবো মন
কেটে যাবে পূর্ণীমাতে মধুময় রাত,
বলনা আমায় কে হবি তুই সঙ্গে চল,
তোর কোলে যে মাথা রেখে
স্পর্শ সুখে বুলিয়ে দিবো এই দুটি হাত!
পূর্ণীমাতে হবে বাসর
সাজাবো সুন্দর ফুল শয্যার রাত,
বলনা আমায় আয়না কাছে
আমি চাই যে হতে দূর নীলিমায় ভেসে থাকা
এক ফালি চাঁদ!
আমি চাই যে হতে পাহাড় বুকে
ঝর্ণা ধারার সাদা শুভ্র জল প্রপাত,
শিশির ভেজা স্পর্শ সুখে হারাবো মন
শান্তি সুখে ভরে যাবে
কাটবে সুন্দর দিনাতিপাত,
আমি চাই যে হতে দূর নীলিমায় ভেসে থাকা
মিষ্টি হাসির এক ফালি চাঁদ!